আসসালামু আলাইকুম। এটা কোনো ওসওয়াসা প্রশ্ন না। দয়া করে উত্তর দিবেন।
আমি দীনের ব্যপারে অজ্ঞ। জেনারেল পড়াশোনা। আমি যদি এমন কোনো কাজ করি আমি জানি না ভালো নাকি খারাপ, হালাল নাকি হারাম, আর যদি আল্লাহ কে এভাবে বলি যে, আল্লাহ কাজ টা কি ঠিক করতেছি নাকি জানি না। তুমি মাফ করে দিও। আমি এটাকে হালাল ও ভাবতেছি না, হারাম ও ভাবতেছি না। ধরেন আমি কাকড়া খেলে ফেললাম। এখন আমি খাওয়ার আগে চিন্তা করতেছি হারাম নাকি হালাল। কিন্তু আমি জানি না। এই ব্যাপার এ কিছু বলিও নাই কাউকে যে হালাল নাকি হারাম।
১) এখন আল্লাহ কে এভাবে বললে আল্লাহ কি মাফ করবেন? নাকি ঈমানে কোনো সমস্যা হবে? যে আমি তো জানি না, তুমি মাফ করে দিও আল্লাহ।
কারন বেশি চিন্তা করতে গেলেই সমস্যা হয়ে যায়। ব্যাসিক জিনিস জানি। নামাজ, রোজা, যাকাত এগুলা সব হালাল।
২) আবার কেউ জানে যিনা করা হারাম। সুদ খাওয়া হারাম। এটা সে বিশ্বাস করে । তার পরেও সে শয়তানের ধোকায় পড়ে যিনা করে ফেলে। সুদ খায়। মানে সে জানে কাজ টা হারাম, তার পরেও খারাপ কাজ করে ফেলে এটা ভেবে আল্লাহ মাফ করে দিবেন ইন শা আল্লাহ। এক্ষেত্রে কি তার ঈমানে সমস্যা হবে?