মৃত্যুর পর মানুষের রূহ (আত্মা) দেহ থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়।
কুরআনে আল্লাহ তায়ালা বলেন:
“আল্লাহ মৃত্যু সময় প্রাণ কাড়েন, আর যাদের মৃত্যু হয় না, তাদের ঘুমের সময় প্রাণ কাড়েন।”
(সূরা আয-যুমার ৩৯:৪২)
অর্থাৎ মৃত্যুর পর আত্মা দেহে ফিরে আসে না — শুধু বরযখের জগতে অবস্থান করে, যা আমাদের চোখে দৃশ্যমান নয়।
সুতরাং, মৃতদেহ থেকে কোনো শব্দ আসা, নড়াচড়া করা বা কথা বলা শরীয়ত অনুযায়ী সম্ভব নয়।
এগুলো সাধারণত মানুষের অনুভূতি, ভয়, মানসিক চাপ বা পরিবেশগত কারণে ঘটে।
এধরনের শব্দ হওয়ার কিছু বাস্তব কারণও থাকতে পারে —
গাড়ির চলাচলের সময় স্ট্রেচার বা কফিনের ধাতব অংশ নড়াচড়া করে শব্দ হতে পারে।
তাপমাত্রার তারতম্যের কারণে বরফ বা ধাতব ফ্রেমে সংকোচন-প্রসারণ হয়ে “টক টক” জাতীয় শব্দ হতে পারে।
মৃতদেহ যদি ফ্রিজ ভ্যানে থাকে, তখন কম্প্রেসার বা বায়ু চলাচলের শব্দ অদ্ভুত লাগতে পারে।
আর সবচেয়ে সাধারণ — প্রিয়জনের মৃত্যুজনিত মানসিক চাপ ও শোকাবহ পরিবেশে অনেক সময় মানুষ কিছু “শোনে” বা “অনুভব করে”, যা বাস্তবে হয় না, কিন্তু তার কাছে তা বাস্তব মনে হয়।
★আপনাদের জন্য করণীয়,
১. মৃতের জন্য দোয়া করুন —
আল্লাহ যেন তাঁকে মাফ করেন, কবর প্রশস্ত করেন, জান্নাতে স্থান দেন।
এটি-ই সবচেয়ে বড় উপকার তাঁর জন্য।
২. অলৌকিক ব্যাখ্যায় না গিয়ে বরং ধৈর্য ধরুন ও বাস্তব যুক্তি অনুসরণ করুন।
৩. যদি কেউ এমন অভিজ্ঞতা পায়, তাকে ভয় দেখানো নয়, বরং সান্ত্বনা দেওয়া উচিত — যেন সে বুঝতে পারে যে, এ ধরনের অনুভূতি স্বাভাবিক, কোনো অশুভ লক্ষণ নয়।