হিপনোথেরাপি (Hypnotherapy) শব্দটি হিপনোটাইজ বা মনোচিকিৎসার একটি পদ্ধতির সঙ্গে সম্পর্কিত, যার মাধ্যমে মানুষকে মানসিক চাপ, বিষণ্ণতা (ডিপ্রেশন) বা অন্যান্য মানসিক সমস্যার থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়। বিদেশে অনেকেই এটি ব্যবসায়িকভাবে ব্যবহার করে—যারা মানসিকভাবে কষ্টে আছে বা বিভিন্ন সমস্যায় ভুগছে, তাদের সঙ্গে কথা বলে মনস্তাত্ত্বিকভাবে শান্ত করার জন্য এই থেরাপি পরিচালনা করা হয়।
তবে আমি শুনেছি, কেউ কেউ হিপনোথেরাপির নামে জিনের সাহায্যে কাজ করে থাকে, যা ইসলামি দৃষ্টিতে কুফরির পর্যায়ে পৌঁছে যায়। আবার অনেকে শুধুমাত্র মানুষের মনোবিজ্ঞান ও কথার মাধ্যমে থেরাপি দেন, যেখানে কোনো কুফরি কাজ জড়িত থাকে না।
আমি অনলাইনে কাজ করি, বিশেষ করে Fiverr প্ল্যাটফর্মে। এক বিদেশি ক্লায়েন্ট আমাকে বলেছেন, তার হিপনোথেরাপি প্রজেক্টের জন্য একটি রিল্যাক্সেশন মিউজিক কম্পোজ করে দিতে। সে বলেছে, আমার তৈরি করা মিউজিকের ওপর সে তার হিপনোথেরাপির ভয়েস রেকর্ড করবে এবং সেটা তার থেরাপি প্রজেক্টে ব্যবহার করবে।
আমি জানি, মিউজিক ইসলামে হারাম, এবং আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি — মিউজিকের কাজটাও ইনশাআল্লাহ শিগগিরই ছেড়ে দেব। তবুও প্রশ্নটা হলো:
যদি আমি সেই মিউজিক কম্পোজ করে Fiverr-এর মাধ্যমে তাকে পাঠাই এবং এর বিনিময়ে টাকা গ্রহণ করি, তাহলে কি আমি কুফরির কাজ করে ফেলব?
কারণ আমি নিশ্চিত নই, সে হিপনোথেরাপি জিনের মাধ্যমে করে কিনা, নাকি কেবল মনস্তাত্ত্বিক বা সাইকোলজিকালভাবে করে। যেহেতু হিপনোথেরাপি কখনও জিনের মাধ্যমেও করা হয় বলে শুনেছি, তাই আমি জানতে চাই—এই অবস্থায় আমি মিউজিক কম্পজ করে তাকে ইন্টারনেরে মাধ্যমে পাঠিয়ে দিলে এটা কুফুরি হবে কিনা