আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
১.আমি ঈদের সালামির টাকা দিয়ে স্বলাতের জন্য হিজাব কিনেছিলাম। ওই টাকা তো অনেক আত্মীয়ের দেওয়া ছিল। এর মধ্যে কিছু হারাম ইনকামের ছিল। তখন হারাম নিয়ে সিরিয়াস ছিলাম না আল্লাহুম্মাগফিরলী।
-হারাম ইনকামের অর্থ বাদে হালাল অর্থ হিজাবের দামের চেয়ে কয়েকগুণ বেশি ছিল । এখন এই হিজাব টা কি হারামের অংশ হবে? তখন তো ওইরকম নিয়ত করি নি যে, এই হারাম অংশ বাদে বাকি টাকা থেকে কিনছি, তাই খুব চিন্তায় আছি। এই হিজাব দিয়ে স্বলাত আদায় করা যাবে কিনা?
-কোনো কাজ করে ফেলার পর কি নিয়ত বদলানো যায়?
২.-কেউ হারাম ইনকাম দিয়ে কিছু হাদিয়া দিল আর আমি তা ব্যবহার করলাম। আমি যদি পরবর্তীতে তাকে সমমূল্যের হাদিয়া দিই মনে মনে এটার বিনিময়ে দিচ্ছি এমন নিয়ত করে, তাহলে কি তার দেওয়া হাদিয়া হালাল হবে? তাকে কি বিনিময়ে দিচ্ছি এটা জানিয়ে দিতে হবে নাকি শুধু মনে মনে নিয়ত করলেই হবে?