বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ধোকা এবং প্রতারণা সম্পর্কে হাদীসে ধমকি বর্ণিত হয়েছে,হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال : ( مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ ، فَلَيْسَ مِنَّا ، وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا )
রাসূলুল্লাহ সাঃ বলেন-
যে ব্যক্তি আমরা মুসলমানদের বিরুদ্ধে অস্র ধরলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।এবং যে কাউকে ধোকা দিলো সেও আমাদের অন্তর্ভুক্ত নয়।(সহীহ মুসলিম-১৪৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ধোকা প্রতারণা হারাম। “পণ্যটি আর মাত্র ৩ দিন বাজারে থাকবে!!!” — আর তারপর সত্যিই ৩ দিনের পর বিক্রি বন্ধ করে , কিন্তু পরের সপ্তাহে আবার শুরু করা এবং একই কথা বলা, এভাবে কৃত্রিম সংকট তৈরী করা জায়েয হবে না। তবে পণ্য বিক্রি টাকা হারাম হবে না।