আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তায আমি আল্লাহর অশেষ রহমতে পর্দার বুঝ পেয়েছি আলহামদুলিল্লাহ। ভর্তি পরীক্ষা দিতে গিয়ে পর্দা লঙ্ঘন হওয়া ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি যেটা বর্তমান ভার্সিটি গুলোতে চলছে। আল্লাহই ভালো জানেন। সবচেয়ে বড় কথা সহশিক্ষা জায়েজ না এটা জেনে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ভার্সিটি পড়বো না। বিকল্প হিসেবে আমি iom এ আলিম কোর্সে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহর এক পাপিষ্ঠ বান্দি। iom এর উসিলায় দ্বীন শিখতেছি। আমি এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেয়ার পর থেকে বিভিন্ন ভাবে পারিবারিক বাঁ্ধার সম্মুখিন হইতেছি। সবশিক্ষা ছাড়ায় ও আলেমা হতে চাই এটা শুনে আমার পিতা আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছে। প্রতিটাদিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি করে বাসায়। যেকারণেই অশান্তি হোক অন্যরা আমাকে দায়ী করে। মানসিক ভাবে আমি বিপর্যস্ত হয়ে আছি। এই মুহুর্তে আমাকে তারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার জন্য ফোর্স করতেছে। কিন্তু আমার মানসিক অবস্থা এমন যে আমি পড়ে পরীক্ষা দিতে পারবো না। আমি বলেছিলাম মহিলা কলেজে ভর্তি হবো কিন্তু আমার পিতা রাজি নন। উনি আমাকে সহশিক্ষাতেই পাঠাবেন, কিন্তু আমি ওই পরিবেশে যাবো না,যেতে চাই না তাই সব সহ্য করতেছি।
এখন বিয়ের জন্য বাসায় বলায় এখানেও তারা অশান্তি শুরু করছে। কয়েকটা জায়গা থেকে প্রস্তাব আসছে কিন্তু আমার পছন্দ হয়নি ও ইস্তেখারা করার পর মন অস্থির হয়ে কান্না আসছে। এরপর ওই প্রস্তাব গুলোয় কথা আগায় নি। তবে বেশ অনেকদিন যাবৎ একজন বিয়ের জন্য প্রস্তাব দিতেছেন উনার সম্পর্কে জেনে আমার ভালো লাগছে ইস্তিখারা করেও মন স্থির। বাসাতেও কথা হইছে। এখন হঠাৎ ছেলের দাঁড়ি আছে এই প্রসঙ্গ নিয়ে আমার পিতা অশান্তি শুরু করছেন। ছেলের দাঁড়ি আছে, ছেলে নাকি জঙ্গী মানুষ খুন করে এসব অপবাদ দিতেছে এবং আমি যখন বলছি আমি দাঁড়ি পছন্দ করি আমার আপত্তি নাই। এটা বলার পর আমাকে অকথ্য ভাষায় গালাগাল করছে, আত্নীয় স্বজনদের কাছে গিয়ে বলছে আমি নাকি ওই ছেলেকে বিয়ে করার জন্য সহশিক্ষা ছেড়ে হুজুরনি সাজছি। ইত্য্যাদি।
আজকে উনি আমাকে বলছে আমি বাসা বের হয়ে গিয়ে যাকে ইচ্ছা বিয়ে করে নিতাম আর সে আমাকে ত্যাজ্য করবে। আমি বলছি আমার সম্পদ প্রয়োজন নেই। আমি নিজে কেন বিয়ে করবো আমাকে বিয়ে দিয়ে দাও। তখন সে আমাকে বলছে সে আমার বাবা না আমি নিজের টা নিজে বুঝে নিতাম।
এই পরিস্থিতিতে আমার কি করা উচিত?
যিনি বিয়ের জন্য প্রস্তাব দিতেছেন আর আমার মন স্থির। আমি কি উনার সাথে আমার পরিস্থিতি শেয়ার করবো এরপর উনি বিয়ের জন্য রাজী থাকলে উনার পরিবারের উপস্থিতিতে বিয়ে হলে জায়েজ হবে? কিংবা আমি যদি আমার বাসায় বিয়ের জন্য জেদ করি সেটা কি উচিত হবে?
আমার পিতার আচরণ আমার মনের ভেতর প্রচণ্ড ঘৃণার জন্ম দিসে। উনার মুখের দিকেও আমার তাকাতে ইচ্ছা করে না।চুপ থাকার চেস্টা করি, অনেক সময় পারি না। রাগ করে ফেলি আমিও। মাথা ঠান্ডা হলে অনুতপ্ত হই, কষ্ট পাই। আল্লাহু আলাম। এমতবস্থায় আমার কি করা উচিত।