ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাপড়ে নাপাকি লাগার পর সেই নাপাকিকে দূর করতে হবে।যদি স্বাভাবিকভাবে নাপাকি দূর না হয়, তাহলে সাবান বা ডিটারজেন্ট পাওডার ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নাই। এক্ষেত্রে নাপাকির চিহ্ন থাকলে কাপড়ে কপড় নাপাক হবে না।
لما فى الفتاوى الهندية:
"و إن کانت شیئًا لایزول أثرہ إلا بمشقة بأن یحتاج في أزالته إلی شيء آخر سوی الماء کالصابون لایکلف بإزالته ... و یشترط العصر في کل مرة ویبالغ في المرة الثالثة."(الباب السابع في النجاسة وأحکامها، ج:1، ص:96، ط:مكتبه رشيديه)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দৃশ্যমান নাপাকি দূর করার পর বা অদৃশ্যমান নাপাকি সম্বলিত কাপড়কে তিনবার ধৌত করার পর কাপড়ে নাপাকির চিহ্ন অবশিষ্ট থাকলে, এতেকরে কাপড় নাপাক হবে না।
বিছানার চাদরে ছেলেদের নাপাকি বা বীর্য লেগে শুকিয়ে যাওয়ার পর যদি নখ দিয়ে ঘষে তোলা সম্ভব না হয়, তাহলে এই চিহ্ন থাকার কারণে উক্ত কাপড় নাপাক হবে না। এই কাপড়ের সাথে যদি অন্য কাপড় ধৌত করা হয়ে থাকে, তাহলে সেই কাপড়গুলোও নাপাক হবে না।