ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়াতে শত শত বৈধ কাজ থাকা সত্বেও পাঁচ তারকা হোটেল -যেখানের প্রত্যেকটা মুহূর্ত অনিরাপদ, গোনাহের সম্ভাবনাময়- এমন পরিবেশে চাকরী করা কখনো গ্রহণযোগ্য হবে না।
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ قَالُوا فِيمَ كُنتُمْ ۖ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا ۚ فَأُولَـٰئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۖ وَسَاءَتْ مَصِيرًا
যারা নিজের অনিষ্ট করে, ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলেঃ এ ভূখন্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলেঃ আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে, তোমরা দেশত্যাগ করে সেখানে চলে যেতে? অতএব, এদের বাসস্থান হল জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান। (সূরা নিসা-৯৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
কাকড়া,স্কুইড,অক্টোপাস রান্না করা।
আপনি এই জাতীয় চাকুরীর পরিবর্তে সম্পূর্ণ হালাল কোনো চাকুরির অন্বেষণ করবেন। চেষ্টা করলে কি না পাওয়া যায়, অবশ্যই একটা বিহিত ব্যবস্থা হবে। নরমাল কোনো রেস্টুরেন্টে জব নিলেই তো হয়।
(২)
যেসব অকাট্য হারাম নয় ঐসবকে হারাম না ভাবলে বা না মানলে যদি ঈমান চলে যাবে না।তবে ইচ্ছাকৃত এমনটা করা কখনো উচিত হবে না।