আসসালামু আলাইকুম,, কাবিন নামার ১৮ নং কলামে স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছিল,,যেটা স্বামী দেয়নি এবং এ বিষয়ে সে কিছু জানেও না,,কাজী নিজে লিখছিল,,এমতাবস্থায় স্ত্রী রাগের সময় যদি ওই অনুমতির উপর ভিত্তি করে বলে যে,, আমি তালাক গ্রহন করলাম,,আমি তালাক গ্রহন করলাম,,আমি তালাক গ্রহন করলাম,,যেটাতে স্বামীর কোনো অনুমতি ছিল না,,
এখানে কি তালাক হয়ে যাবে?