আমি আমেরিকায় থাকি।আমি যেখানে আগে জব করতাম তা ছেড়ে দিয়েছি।কারণ সেখানকার প্রফিটের বেশিরভাগ আসে হারাম উপার্জন অর্থাৎ জুয়া থেকে।সেখানকার কর্মজীবিদের তারা ডিউটির দিন ফ্রী খাবার দেয়।তবে শর্ত হচ্ছে সেখানে ক্যাফেটেরিয়ায় ব্রেকটাইমে যা বসে খেতে পারব তাই খাওয়া যাবে।আমি অনেকদিন মধু খাব ভেবে আর খাইনি।চাকরি ছেড়ে দেবার আগে আমি অনেকগুলো ছোট প্যাকেট মধু নিয়ে এসেছি এটা ভেবে আমি তো আগে খাইনি সবসময়।এখন কী এগুলো খেতে পারব নাকি দান করে দিতে হবে?