আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। কিছুদিন পূর্বে আমি স্বপ্ন দেখি যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন এরকম - " হে বৎস অল্প বয়সে বিবাহ করিবে, অল্প বয়সে বিবাহ করিলে তোমার একটি পুত্র সন্তান হইবে, পুত্রের বয়স একমাস কাল অতিবাহিত হওয়ার পর তোমার অভাব দূর হইবে।"
কথা হলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক আমার মনে নেই শুধু সফেদ সাদা রঙের জুব্বা বা পাঞ্জাবি পরিহিত এতটকুই স্মরণে আছে। আমি বিবাহিত ও দুই সন্তানের মা। এক ছেলে ও এক মেয়ে। আমার ২১ বছর বয়সে বিয়ে হয়। এখন এই স্বপ্নের মানে কি?
তারও বেশ অনেকদিন আগে এমন স্বপ্ন দেখি যে একটা জায়গা আছে সেখানে পবিত্র পানি আছে, সেখান থেকে পানি একটা কলসিতে রাখা, কলসির নিচে কাদা আর সেখানে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি। আমি সেটা খাড়া করে রাখি এরপর কোন একজন শায়েখ আমাকে কাদা জায়গাটা পরিষ্কার করতে বললে আমি জায়গাটা পরিষ্কার করা শুরু করি, তখন মাঝে মনে হলো আমার নিয়ত ঠিক করা উচিত তাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা শুরু করি। আমার সাথে আমার স্বামীও ছিলেন এবং এরপর আমরা কিছু একটাকে কেন্দ্র করে ঘুরতে থাকি এবং উপরে নিচে যাওয়া আসা করতে থাকি ব্যাপারটা অনেকটা পাহাড়ে ওঠা নামার মত এবং তখন স্বপ্নেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এটার মানে কি হতে পারে?