আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ,
দুইটা টপিক নিয়ে প্রশ্ন
১। আমাদের এখানের একজন ভাবি, উনি কিসব তরিকার কথা বলছিলেন। প্রথমে বলতে চায়নি কথার সাপেক্ষে কথাটা উঠেছিল। উনি বলল পীরের মাধ্যমে রসুলের কাছে দোয়া পাঠানো হয় এরপর রাসুল আল্লাহর কাছে দোয়া পাঠান। এরকম কিছু। আর অনেক কি কি বাক্য সাজিয়ে বলছিলেন। ( আমি জানি এসব ঠিক না এর আগেও এসব নিয়ে শুনেছি এবং জানি মোটামুটি, আমরা তো আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন নবীর উপর দরুদ এগুলো তো করতেই হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সরাসরি চাওয়ারও আমাদের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ) কিন্তু উনি কত কি বলছিলো! আল্লাহর কাছে কিছু চাইতে বা বলতে হলে মাধ্যম লাগে.
। আর এই মাধ্যম হচ্ছে পীর। পীর নাকি রসুলের কাছে দোয়া করেন,আল্লাহ নাকি সরাসরি কোন কিছু শুনেন না আল্লাহুম্মাগফিরলি। ইত্যাদি ইত্যাদি।
এ ব্যাপারে কোন একটা ভিডিওতে এক আলেমকে বলতে দেখেছিলাম হয়তো। আমিই খুঁচিয়ে খুঁচিয়ে এতকিছু জানছিলাম। মানে একটু ডিটেইলে জানার ইচ্ছে হলো আর কি। আসলে কি কি করেন কি কি হয়।‌ আল্লাহুম্মাগফিরলি।
এ ব্যাপারে আরেকটু ভালো ধারনা দিন আমাকে। ইন শা আল্লহ।
২। উনি এটা বললেন যে, রুহু নাকি বারবার ঘুরে, বারবার জন্ম নেয়। মানে আমরা মরে যাওয়ার পর আমাদের এই রুহ আবার অন্য কোনো দেহে দেওয়া হয়। জনম যেটাকে বোঝায়‌। এই ব্যাপারটা আমি জানতে চাই। এর আগেও শুনেছিলাম এরকম একটা কথা। একটু জানাবেন মিন ফাদ্বলিক। আমার মনে হচ্ছে এরকম কিছুই না।
আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে যাতে অনেক হেফাজতে রাখেন।