১.আমার তাশাহুদ পড়ার সময় প্রায়" আসসালামু আলাইকা না পড়ে আলাইনা বলি " এ কারণে আসসালামু আলাইকার পরের কিছু আয়াত বাদ পড়ে। কিন্তু এই ব্যাপারটা আমি তাশাহুদ পড়ার শেষের দিকে অথবা দরুদ পড়ার সময় বুঝতে পারি।তাহলে আমি কি আবার তাশাহুদ প্রথম থেকে শুরু করে দরূদ পড়ে নামাজ পড়া শেষ করতে পারবো?
২.নামাজে সিজদা সাহু দিতে ভুলে গিয়েছি,এদিকে নামাজ ও শেষ। এক্ষেত্রে হানাফী মাযহাবের অনুসাযী কিভাবে সাহু সিজদা আদায় করব?
৩.দোয়া মাসুরা না পড়ে শুধু তাশাহুদ ও দরুদ পড়ে কি
নামাজ হয়ে যায়?