আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
এক বোন হারাম রিলেশন থাকা অবস্থায় ওই ছেলের সাথে ফিজিক্যালি ক্লোজ হয়ে যায়।পরিপূর্ণ ফিজিক্যাল সম্পর্ক হয়নি,তবে এমন কিছু ছবি ওই ছেলের কাছে আছে যেগুলো দেখলেই বোঝা যায় ওরা যে ফিজিক্যালি ক্লোজ হয়েছে।
রিলেশন চলাকালীন মেয়ের পরিবার জানতে পারলে (ফিজিক্যালি সম্পর্কের কথা জানে না) অনেক শাসণ করে,বকাঝকা করে।যার ফলে ওই বোন ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দেয়।বর্তমানে বোনটার মধ্যে অনুশোচনা কাজ করছে এবং আল্লাহর ভয় এসেছে।কিন্তু ছেলেটার সাথে কথা বন্ধ রাখলে ছেলেটা ব্ল্যাকমেইল করে এবং বলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে।ব্ল্যাকমেইল করার কারনে ওই বোন ভয়ে কথা বলতে হয়।১০-১৫ দিন একবার দুইবার কথা বলে।একবার অনেকদিন কথা বন্ধ রাখায় ছেলেটা তার চাচাতো ভাইকে ছবিগুলো পাঠায়।এসব করে ওই বোনকে কথা বলতে বাধ্য করে।এটা দ্বারা বোঝা যায় কথা বন্ধ করলে সে আসলেই ছবিগুলো আপলোড করবে।
ওই বোন এখন অসহায়ের মতো আছে।পরিবারকে শেয়ার করলে উল্টো বোনকেই ভুল বুঝবে।বোনটা তওবা করে ফিরে আসতে চাইছে এটা তার পরিবার বুঝবে না।সম্মানের ভয়ে কারো কাছে শেয়ার করতে পারছে না।বোনটার এখন করনীয় কি।কিভাবে এটা থেকে মুক্তি পাবে?উস্তাদ প্লিজ একটা উত্তম পরামর্শ দিন।