আসসালামু আলাইকুম।। আমি দুয়ায়ে কুনুত পরতে পারি না।। গাফেলতির কারণে এতদিন শিখা হয়নি।। তবে আজ থেকে যত দ্রুত সম্ভব শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু শিখার আগ পর্যন্ত আমি বিতরের নামাজ কিভাবে আদায় করবো? দুয়ায়ে কুনুত না পারলে অন্য আর একটি ছোট দুয়াও না-কি পড়া যায় কিন্তু আমি সেটাও পারি না।। সেক্ষেত্রে আমার করনীয় কি একটু জানাবেন দয়া করে।। দুয়ায়ে কুনুত না পারলে নাকি বিতরের নামাজ আদায় হয় না।। তাহলে আমি এতদিন যত বিতরের নামাজ পরেছি সেটাও তো হয়নি।।সেগুলো কিভাবে আদায় করবো।