আসসালামু আ'লাইকুম। আমি নামাজ পড়ার সময় একটা মশা প্রচন্ড বিরক্ত করছিল। এমনিতে দেখা যায়না, নামাজ শুরু করলেই আসে। তাশাহুদ পড়ার শেষেরদিকে বা দরুদের একদম শুরুর দিকে আমি থাকতে না পেরে একটা হাততালি দেই মশাটা সরাতে বা মারতে, সাথেসাথে মনে পড়ে আমি তো নামাজ পড়ছি। এতে কি নামাজ বাতিল হয়ে গেছে, কাজা করতে হবে?