আচ্ছালামু আলাইকুম,
আমি একটি কম্পানিতে ইঞ্জিনিয়ারিং সেকশনে চাকরি করি। এখানে বিভিন্ন মেশিন আছে যেগুলি নষ্ট হলে সেরে দিতে হয়, এটা অবশ্যই নষ্ট হলেই সেরে দিতে হয়। কিন্তু এর পাশাপাশি আমাদের লগবুক সিস্টেম থাকে। লগবুক হলো একটি বই। যেটিতে বিভিন্ন মেশিনের মেইনটেনেন্স সম্পর্কে লেখা থাকে। এই মেইনটেনেন্স প্রতি সপ্তাহে, মাসে এবং বছরে করতে হয়।
যেমন, একটি মেশিন সম্পর্কে লেখা থাকে
⚪সব চেইন,চেইনের জয়েন্ট,অ্যাডজাস্টিং স্ক্রু, ক্যাম এবং গাইডগুলোতে তেল দিন।
⚪নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি ফাংশনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা দেখুন।
⚪ইলেকট্রিক ক্যাবিনেটের বাইরের ফিল্টারগুলো পরিষ্কার করুন।
⚪সিলিন্ডার, সোলেনয়েড ভালভ ইত্যাদি, সঠিকভাবে কাজ করছে কিনা এবং কোনো ধীরগতি বা আটকে যাওয়ার সমস্যা আছে কিনা পরীক্ষা করুন।
⚪ ফিল্টার পরিষ্কার করুন।
এগুলো চেক করে নষ্ট থাকলে ঠিক করতে হবে এবং বইতে দুটি টিক দেওয়ার অপশন থাকে হ্যা, ন্যা। এগুলিতে টিক দিয়ে সাইন করতে হয়। হ্যা তে টিক দিয়ে সাইন দেওয়ার মানে হলো আমি কাজটি করছি এবং এগুলো ঠিক আছে এ মর্মে সাইন করলাম।
এখন কথা হলো আমাদের স্যারেরা কাজগুলি না করতে বলেই বলেন যে বইটি নিয়া আসো, আমি নিয়া আসার পর আমার সাইন নেন এবং আমি সাইন করি। কিন্তু আমি তো কাজটি করিনি অথছো তাদের কথা মতো সাইন করি। আবার মাঝে মাঝে একজন সিনিয়র টেকনিশিয়ান তাকে বলা হয় মেশিনটির এই এই কাজ গুলি করুন এবং বইটি নিয়া আসুন। আমি তার সাথে গিয়ে বইটি নিয়া আসি এবং আমি সাইন করি কারন সে তার নাম ইংরেজিতে লিখতে পারে না। এবং তাকে যে বলা হলো কাজগুলো করতে বা পরিক্ষা করতে তা সে করেনা এবং আমাকে সাইন করতে হয়। সাইন করার মানে হলো আমি কাজটি করেছি এবং সব ঠিক আছে। কিন্তু আমি তো কাজটি করিনি এবং যাকে বলা হলো করতে সেও করেনি।
আরেকটি কথা আমার কাজ হলো স্যারদের প্রতিটি হুকুম বা আদেশ মানা এটিই আমার কাজ। তারা যা বলবে তা করাই আমার কাজ। এখন তারা আমাকে মাঝে মাঝে বলে বইটি আনো এবং আমি আনি মানে সে যা বল্লো সেটি পালন করলাম এবং বলে সাইন করো আমি সাইন করলাম এটিও তাদের আদেশ সেটিও মানলাম। কিন্তু সাইন করার মানে তো হলো কাজটি আমি করেছি এই মর্মে সাইন করলাম কিন্তু আমি তো কাজটি করিনি। এক্ষেত্রে আমার ইনকামের টাকা কি হালাল হবে? এটিই আমার প্রশ্ন।