আমি ২ টা কন্টেস্ট দিয়েছিলাম পেইজে প্রচারনার জন্য
১/কিছু রুলস যেমন এই পোস্ট শেয়ার, ৫ জন মেনশন করে সিরাহ নিয়ে কিছু লিখতে যার লিখায় বেশি রিয়েক্ট আসবে সে বিজয়ী হবে তাকে সিরাহ বই দিয়েছি ২য় জন কে অন্য হাদিয়া। এইটা কি জায়েজ ছিল?না জায়েজ হলে এখন কি করা
২/ ২য় যে কন্টেস্ট দিয়েছিলাম সেটা কিছু রুলস পূরন করে মেম্বার যুক্ত করা যত বেশি যে মেম্বার যোগ করবে সে জীতবে আর একটা ফ্রেম পাবে। আপনি উত্তরে বলেছিলেন এইটা জায়েজ না,সবাই কস্ট করেছে সবাইকে হাদিয়া দিতে।এইখানে আমি যারা কন্টেস্ট খেলেছেন সবাইকে ২০ টাকা মোবাইল রিচার্জ দিলে কি নাজায়েজ থেকে বাচব? অথবা এইটা থেকে কিভাবে বাচব যেহেতু শেষ কন্টেস্ট পুরুস্কার একজন পেয়েছে।
৩/ এমন কন্টেস্ট যদি দেই মজা করে যার কমেন্টে রিপ্লাই পাব না সে উইনার(একাধিক বিজয়ী হলে লটারী করে উইনার) ,বা এই প্রশ্নের সঠিক উত্তর দাতা দের মধ্যে লটারি করে বিজয়ী পুরুস্কার দেওয়া হবে, এইগুলা জায়েজ হবে?
৪/পেইজে রিলস দিলে সেটা নাশিদ বা বক্তার কথা সেটা জায়েজ? আমার রিলস দেখতে গিয়ে কেও নাটক সিনেমা দেখে ফেললে আমার কি গুনাহ হবে?