আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
21 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম।

নিম্নোক্ত দুটি প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন।
১। মিসওয়াকের সাথে টুথপেষ্ট নিয়ে ব্যবহার করলে কি মিসওয়াকের ফজিলত নষ্ট হয়ে যাবে?

২। সৎ শ্বাশুড়ি কি মাহরাম হবেন? তার সঙ্গে দেখা দেওয়া যাবে? দয়া করে যদি এটা রেফারেন্সসহ উত্তর দিতেন ভীষণ উপকৃত হতাম।
জাঝাকুমুল্লাহু খইরন।

1 Answer

0 votes
ago by (681,330 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة»

আমি যদি উম্মতের উপর (কষ্ট হবার) আশংকা না করতাম তাহলে প্রত্যেক নামাজেই মেসওয়াক করার আদেশ দিতাম। (বুখারী শরীফ, হাদীস নং৮৮৭, মুসলিম শরীফ, হাদীস নং২৫২)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

السواك مطهرة للفم مرضاة للرب

মেসওয়াক মুখের পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যম ও আল্লাহর সন্তুষ্টির উপায় (নাসায়ী শরীফ, হাদীস নং ৫)

অন্য এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قال رسول الله صلى الله عليه وسلم: «فضل الصلاة التي يستاك لها على الصلاة التي لا يستاك لها سبعين ضعفا» تفرد به يحيى بن معاوية بن يحيى الصدفي ويقال إن ابن إسحاق أخذه منه

মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয়, সে নামাজে মেসওয়াকবিহীন নামাজের তুলনায় সত্তরগুন বেশী ফযীলত রয়েছে।(শুয়াবুল ঈমান, বাইহাকী, হাদীস নং ২৫১৯)

মিসওয়াক কেমন হবে?
রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতুন ও খেজুর গাছের ডাল দিয়ে মেসওয়াক করেছেন। তাই এই দুটো হলে উত্তম।  এছাড়া তিক্তস্বাধ যুক্ত গাছের ডাল হলেও ভাল। মেসওয়াক কাচা ও নরম গাছের ডাল হওয়া উচিত, এতে মেসওয়াকে বাড়তি ফায়দা হাসিল হয়।

মেসওয়াক নিজ হাতের আঙ্গুলের মত মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উচিত। এতে মেসওয়াক করতে যেমন সুবিধা হবে তেমনি বেশী ফায়দাও পাওয়া যাবে।
অধিকাংশ উলামায়ে কেরামের মতে উযুতে হাত ধোয়ার পর কুলি করার পূর্বে মেসওয়াক করা উত্তম। তবে কোন কোন আলিম উযুর পূর্বে মেসওয়াক করার কথাও বলেছে। উযুর সময় ছাড়াও যে কোন সময় মেসওয়াক করা যাবে।

মিসওয়াক করার সুন্নাহ পদ্ধতি হল, মিসওয়াক ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি মেসওয়াকের নিচে থাকবে। মধ্যমা ও তর্জনী উপরে ও বৃদ্ধাঙ্গুলি নিচে রেখে মেসওয়াক ধরা। এতে করে মুখের ভিতর ভালভাবে ঘুরিয়ে ফিরিয়ে মেসওয়াক করা যায়। এপদ্ধতিটি হযরত ইবনে মাসউদ রাযি থেকে বর্ণিত আছে।
মেসওয়াক করার মাসনূন পদ্ধতি হল, মুখের ডান দিক থেকে শুরু করা এবং উপর থেকে নিচে মেসওয়াক করা। আড়াআড়ি ভাবে না করা। মেসওয়াক করার সময় দাঁতের ভিতর বাহির সহ মেসওয়াক করা এবং জিহবাও গোড়া পর্যন্ত মেসওয়াক করা।
মেসওয়াসের মাঝে দুটি বিষয় সুন্নত, এক. মুখ পরিষ্কার করা। দুই. গাছের ডাল হওয়া। তাই গাছের ডাল ছাড়া অন্য কিছুর মাধ্যমে দাঁত মাজলে একটি সুন্নত আদায় হবে। অপরটি হবেনা। 

আরো জানুনঃ- 

টুথপেস্ট মিসওয়াকের প্রাকৃতিক স্বাদ ও রাসায়নিক উপাদান ঢেকে দেয়।

রাসূল ﷺ যে প্রাকৃতিকভাবে মিসওয়াক ব্যবহার করেছেন, সেই পদ্ধতি থেকে তা ভিন্ন হয়।
তবে, যদি উদ্দেশ্য হয় মুখ পরিষ্কার রাখা, তাহলেও আপনি পরিষ্কার রাখার সুন্নাহ পালন করছেন, যদিও “মিসওয়াকের কাঠি ব্যবহার করার ফজিলত” কিছুটা কমে যাবে।

ইবন বায (রহ.), ইবন উসাইমিন (রহ.) সহ অনেক আলেম বলেন:
যদি মিসওয়াক টুথপেস্টসহ ব্যবহার করা হয়, তাতে অসুবিধা নেই। মুখ পরিষ্কার হয় — এই উদ্দেশ্য পূর্ণ হয়।
তবে সুন্নাহ অনুযায়ী ফজিলত অর্জন করতে চাইলে, শুধুমাত্র মিসওয়াক ব্যবহারই উত্তম।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং রবের সন্তুষ্টি আনে।”
— (সহিহ বুখারী, সহিহ মুসলিম)

এই ফজিলত মূলত আসে —

সুন্নাহর অনুসরণ থেকে, এবং
কাঠির প্রাকৃতিক গুণ থেকে (যেমন সালভাডোরা পার্সিকা গাছের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান)।

মিসওয়াকের উদ্দেশ্য পরিচ্ছন্নতা, সাফায়ী।
মিসওয়াকের সাথে টুথপেষ্ট নিয়ে ব্যবহার করলেও যেহেতু দাঁতের পরিচ্ছন্নতা, সাফায়ী হয়,সুতরাং এর দ্বারাও মিসওয়াকের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। 

তদুপরি শুধুমাত্র মিসওয়াক করার দ্বারা সুন্নাতের হাকিকতের সাথে তার প্রকাশ্যের উপরেও আমল হবে।

(০২)
শরীয়তের বিধান হলো কোন স্বামীর সৎ শাশুড়ী অর্থাৎ তার শ্বশুরের পূর্বের স্ত্রী বা তার শ্বশুরের বর্তমান স্ত্রী যে তার স্ত্রীর জন্মদাতা মা নয়, সে মাহরাম নয়,সে গায়রে মাহরাম।

মাহরাম হবে কেবল তার স্ত্রীর জন্মদাতা মাতা।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে তার সঙ্গে দেখা দেওয়া যাবেনা।

দলিল সহ আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 270 views
...