আসসালামু আলাইকুম হযরত, আমি জানি যে কাউকে পুড়িয়ে শাস্তি দেওয়া হাদিসে নিষেধ আছে।এখন আমার প্রশ্ন হল, আমাদের বাড়ির পাশে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ভীমরুল বাসা পাই এবং যারা পরিষ্কার করতেছিল তাদেরকে কামড়ও দেয়। পরবর্তীতে রাতের বেলা আগুন দিয়ে পুড়িয়ে বাসাটা নষ্ট করে দেওয়া হয়েছে। এখন এই কাজটা কি শরিয়তের আলোকে ঠিক হয়েছে?