ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْخَمْرِ عَشَرَةً عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِيَ لَهَا وَالْمُشْتَرَاةَ لَهُ
তিনি বলেন, মদ সম্পর্কে দশ শ্রেণীর লোককে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা’নত করেছেন-মদ প্রস্তুতকারী, যে মদ প্রস্তুত করতে বলে, তা পানকারী, তা বহনকারী, যার জন্য বহন করা হয়, যে তা পান করায়, বিক্রয়কারী, এর মূল্য গ্রহণকারী, যে মদ ক্রয় করে এবং যার জন্য ক্রয় করা হয়। (ইবনু মাজাহ ৩৩৮১, তিরমিজী হাদিস নম্বরঃ ১২৯৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2086
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মানুষ তাদের পছন্দের মদের বোতল নিয়ে আসলে পেমেন্ট রাখতে হয়। এমতাবস্থায় এই দোকানে কাজ করা আপনার জন্য হালাল হবে না। তবে যতদিন না যথেষ্ট পরিমাণ বেতনের একটি চাকুরী পাচ্ছেন, এর পূর্ব পর্যন্ত ইস্তেগফারের সাথে রুখসত থাকবে।