আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়া তে ব্যাচেলর পড়তেছি। এখানে পড়াশোনার পাশাপাশি লিভিং কস্ট তুলতে পার্ট টাইম জব করা ছাড়া উপায় নাই। এখানে Coles হল একটি বড় গ্রুপ যাদের under এ মুদি দোকান,Daily necessary খুটিনাটি দোকান সহ বিভিন্ন দোকান আছে, পাশাপাশি তাদের মদ এর দোকান আছে মূল দোকানের ভিতর আলাদা করে। আর মদের যেই দোকানটা আছে, সেই দোকানের আলাদা ক্যাশ কাউন্টার রয়েছে । Coles গ্রুপের প্রত্যেকটা দোকানের employee দের বেতন Coles group থেকেই আসে সরাসরি। আর মদের দোকান বলতে serve করতে হয় এমন না, ক্যাশ কাউন্টার এ থাকতে হয়। মানুষ তাদের পছন্দের মদের বোতল নিয়ে আসলে পেমেন্ট রাখতে হয়। এমতাবস্থায় এই দোকান এ কাজ করা কি আমার জন্ন্যে হালাল হবে?