assalamualaikum wa rohmatullahi wa barokatuh
স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলবেন মিন ফাদ্বলিক।
আমাকে মুটামুটি বদকার বা খারাপ লোক বলা যায়। নেক আমলও তেমন কিছুই নেই। বদ আমলে ঠাসা মানুষ। সব ঠিক করতে চেয়েও অনেকবার পারিনি। একটা সময় আল্লহ তায়ালা দ্বীনের বুঝ দিয়েছিলেন। দ্বীন ভালোভাবে পালন করার চেষ্টা করতাম। পুরোপুরি পারিনি কিন্তু চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ। দ্বীন শেখার উদ্দেশ্যে এক প্রতিষ্ঠানেও ভর্তি হই আমি। কিন্তু হঠাৎ কি কারনে সব এলোমেলো হয়ে যায়। দ্বীন থেকে ছিটকে পরি নিজের গাফেলতির জন্য। তারপর টুকটাকভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করলেও। তেমন কিছুই করা হয়নি। দ্বীন থেকে অনেক দূড়ে চলে গেছি। অনেকটা খারাপ হয়ে গেছি।(আল্লহুম্মাগফিরলি)
সুন্নাহ আর দরূদ পড়ায় যে আমি যত্নবান তেমনটা নয়। তো কাল রাতে ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি। আমি প্রথমে জাহাজে ছিলাম। যেখানে অনেক নারী পুরুষ ছিল। মনে হচ্ছিল অনৈতিক কাজ হচ্ছে। তারপর দেখি আমি মাসজিদুল আকসায় (যতদূড় মনে পরে) একটা লাশ নিয়ে আসা হচ্ছে। ওখানেও অনেক মানুষ ছিল বলছিল যে ওই লাশটা মদিনা থেকে মাঝে মাঝে এখানে আসে। লম্বা সাদা কাপড়ে ঢাকা লাশ।মনে হচ্ছিল রাসুল ﷺ এর লাশ।
তারপর আবার দেখি একজন মানুষ ওই মসজিদে বসে আছেন তুল বা কিছু একটার ওপর। উনি দেখতে ফর্সা, পাতলা গড়নের। লম্বা শরীর, মুখে দাড়ি ছিল কিনা বলতে পারি না। (মনে হয় না) ওনার পাশে আরো একজন আছেন। তো আমার পাশে থাকা লোকজন বলছিলেন উনি রাসুলুল্লাহﷺ। আমি বেশ কিছুটা দূড় থেকে ওনাকে দেখি।ﷺ ওনার মুখ উজ্জল ছিল।
তারপর আমার ঘুম ভেঙ্গে যায়। কিন্তু ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল উনি রাসুলুল্লাহﷺ নন। তারপর আবার মনে হলো হতেও পারেন।
আমি আসলেই অনেক খারাপ মানুষ। আমার উনাকে দেখার কথা না।
এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে একটু জানাবেন।