বাসায় বাচ্চা থাকলে পেশাবের কাপড় বার বার ধুতে হয়, পা পানির ছিটা লাগলেই কি সেটা নাপাক হবে তাহলে তো অনেকবার কাপড় বদলাতে হবে আমি যদি ধরে নেই সেটা পাক পানি ছিল কারণ কল থেকে তো পানি পড়তেই থাকে, সেটা তো পাক ও হতে পারে তাহলে এই পানি না পাকতো নাও হতে পারে, এটা পাক ধরলে কি কোন অসুবিধা হবে