আমাকে ছোট বেলা থেকে স্কুলে পড়েছি।কিন্তু যখন থেকে দ্বীনের জ্ঞান হয় আমি আল্লাহর সকল ফরজ বিধান মেনে চলতে শুরু করি,বলতে গেলে ৭ম শ্রেণি থেকে।মাধ্যমিক পাসের পর আমি অনেক চেষ্টা, সবর,দোয়া করি যাতে সহশিক্ষায় আর না থাকতে হয়,অনেক মাদ্রাসার বারান্দায় বারান্দায় ঘুরেছি,কিন্তু আলিমে কোন স্কুলের শিক্ষার্থীর এডমিশন নেওয়ার রুলস নেই বলেছেন সব মাদ্রাসা কতৃপক্ষ। কিন্তু অন্যদিকে আমার আব্বু আম্মু অনেক চাইছিলেন যাতে অন্তত আমি উচ্চ মাধ্যমিক পরিক্ষা দেই। অনেক কষ্টে ১ম বর্ষ বার্ষিক পরীক্ষা পর্যন্ত দি নাই কোনদিন কলেজে যাই নি, এবার আমাকে বিভিন্ন ভাবে মানসিক চাপ দেন পরিজনেরা।আমাকে বাধ্য করে উচ্চ মাধ্যমিকের পরিক্ষা দিতে,ওয়াল্লাহি পরিক্ষার এ কয়েকদিন আমি মাহরাম ছাড়া যায়নি।শুধু এই কয়েকদিনই আমি কলেজ পড়ুয়া ছিলাম,এবং এই পরিক্ষা দিতে গিয়ে আমি সারা রাস্তা কান্না করেছি,আমি সহশিক্ষা ছাড়তে পারিনি বলে, এছাড়া ১.৫ বছর আগে থেকে কুরআন হিফয করার চেষ্টা করছি,এখনও চলমান আছে,।পরিক্ষার হলে নিকাব খোলার জন্য অনেক জোর করা হয় তবুও আল্লাহ আমার জন্য সহজ করেছেন একজন মহিলা দ্বারা আমাকে চেক করা হয়। আমি জানি না সত্যি আমার কি গোনাহ হয়েছে সহশিক্ষায় ছিলাম বলে, সহশিক্ষায় পড়ার কারণে আমি কি অপবিত্র, দয়া করে আমাকে একটু বলুন উস্তায?