আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ
৪ মাস আগে আমার পারিবারিকভাবে বিয়ে হয় যদিও বিয়েটা নিয়ে ২.৫ বছর কথা চলছে আমি রাজি ছিলাম না শেষ এ রাজি হ‌ই। এখন বিয়ে যেহেতু হয়েছে শুরুতে সবকিছু ভালোই ছিল আমি অনেক কিছু ছাড় দিয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। মাত্র ১৬ হাজার টাকা দেনমোহর এ বিয়ে হয়েছে আমি অন্তত ৫০ আশা করেছিলাম তাও খুশি ছিলাম মনমতো স্বামী পেয়েছি ভেবে যে দ্বীন ইসলাম পর্দা নামাজ বুঝে। কিন্তু বিয়ের পরে এক এক করে সব রহস্য খুলতে থাকে। ছেলে বলেছিল তাদের ৩ ভাইয়ের যৌথ ব্যাবসা মাসে ভালোই ইনকাম হয় একটা সংসার চালানোর মত তার এবিলিটি আছে কিন্তু পরে দেখি কিছুই নাই ৩ ভাইয়ের নামে হলেও সব ছোট ভাইয়ের সে সুদে লোন করে ব্যাবসা করে কিস্তি দেয় ২ টা পরিবার বড়ভাই এবং আমার হাসব্যান্ড এর তার মাথার উপর কিন্তু এক টাকাও দেয়না যা থাকে নিজে উড়ায় এরা কিছুই বলেনা উল্টা তাকে অনেক আদর করে খাওয়ায়। আমার শশুর শাশুড়ি নাই ছোট ভাইয়ের বিয়ে হয়নি আমি ১ মাস তাকে রান্না করে খাইয়েছি তাও আমি আরবি পড়াই এই ইনকামের টাকায় তাকে খাইয়েছি কিন্তু সে এক টাকাও দেয়নি আমাদের সংসারে পরে কিছু ঝামেলার কারনে সে বড় ভাইয়ের কাছে খায়। হাসব্যান্ড এর কোনো ইনকাম নাই তাও মেনে নিছিলাম কিন্তু পরে দেখি সে নেশা করে।এত সুন্দর ইসলামিক লেবাসের আড়ালে তার এই চিত্র দেখে হতভম্ব হয়ে গেছি । আমার ইনকামে নেশা করে আবার আমাকে এসেই মারে প্রায় বেশিরভাগ আমাকে মাইর খাইতে হয় তার দ্বীন ইসলাম সবকিছু লোক দেখানো মানুষের কাছে সম্মান পাওয়ার আশায়। একবার জুয়া খেলে ৬ লাক্ষ টাকা লস করছে ‌। আমি বিয়ের আগে আমার ইনকামের টাকা মায়ের সংসারে দিতাম বিয়ের পর মায়ের অসুস্থতার কারনে অপারেশন করে আমার কাছে কিছু টাকা চায় আমি হাসব্যান্ড কে বলি এজন্য আমার হাসব্যান্ড আমার উপর অত্যাচার করে পরে বলছি আমি আর আপনাকে আপনার সাংসারে টাকা দিব না তখন আমাকে মারধোর করে আমার মা সেই সময় আমার বাসায় ছিল মায়ের সামনে দরজা লাগিয়ে মারে। আর বলে আমাকে আরবি পড়াইতে দিবে না আরবি পড়ানো বন্ধ করে দিছে। শশুর বাড়িতে সবার সাথে মারামারি করছে কার‌ও সাথে আমাকে কথা বলতে দেয়না পুরো গৃহবন্দি কেউ আসেনা আমাদের বাড়িতে সে এগুলা কে গায়রত বলে আবার সবাইকে খারাপ বানায় চালায় দেয় যে মিশতে দিবেনা। আবার খুব সম্মান প্রিয় বাড়িতে কথা বলতে গেলেও তার সামনে বলিনা কারন সে শুনে থাকে কে কি বলতেছে পরে কোনো কথা মনমতো না হলে আমার উপর টর্চার করে।আমি ৩ মাসের গর্ভবতী এই অবস্থায় আমার গলা চিপে ঝরা আমার চুল ধরে ছেচড়ানো পা দিয়ে গুঁড়ি দেয়া গাল টিপে ধরা সব‌ই করছে। নেশা করলে কিছু বলা যায়না। আমি থাকলে তাও কম নেশা করে কারন অনেক খোটা দেই এদিকে তার খোটাও সহ্য হয়না সম্মানে লাগে তখন ১০ দিন ১৫ দিন খুব ভালো থাকে আমি কোথাও গেলে বা বাসায় মেহমান আসলে আমি ব্যাস্ত থাকি তখন সে সারাদিন নেশা করে বেড়ায় কাজ নাই মেহমান তো ভাববে সে বাহিরে ব্যাস্ত খুব তার সম্মান বাড়বে এমন করে। আমার মা বাবা সব জানার পর আমাকে ডিভোর্স দিতে বলতেছে আমার ইসলামিক পড়াশোনা সব বন্ধ করে দিছে সাথে একটু আরবি পড়াতাম তাও এখন দিবে না পা ধরে রিকুয়েস্ট করছি অনেক কাঁদছি কিন্তু দিবে না বলে এতে নাকি কল্যান নাই আমার টাকার হিসাব সবাই করে। আমার শশুর বাড়ির মানুষেরা জানে তাই তারা আমার মা বাবাকে পরামর্শ দিছে যে আমাকে ২ মাসের জন্য নিয়ে আসতে থাকে শায়েস্তা করতে কিন্তু এতে সে আর‌ও খারাপ হয়ে যাবে দিনরাত নেশা নিয়ে পড়ে থাকবে সেই ভয়ে আমি কষ্ট করে সেখানেই থাকছি। সবাই বলতেছে নেশাখোরের হাতে মাইর খেয়ে কি তুমি জান্নাত পাবা মনে করতেছ। কিন্তু তার ভালো হ‌ওয়ার চান্স আছে বাচ্চার উসিলায় সে অনেক বিরত থাকে নেশা করা থেকে। আমার সবর করা কি বোকামি হচ্ছে উস্তায? আমার কি তাকে ডিভোর্স দেয়া উচিৎ? নাকি বাপের বাড়ি এসে শায়েস্তা করা উচিৎ?