আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,,
আমি একজন জেনারেল পড়ুয়া শিক্ষার্থী, আমার বাবা মা বিয়ের জন্য চেষ্টা করছে কিন্তু ঘটক বা যারাই বিয়ে নিয়ে আসে সবাই ছবি চায়, কিন্তু আমি পরিপূর্ণ পর্দা করি, মাহরাম এবং গায়রে মাহরাম মেনে চলি,,আমার পরিবার বেদ্বীন হলেও আমি সব কষ্ট সহ্য করে পর্দা রক্ষা করি,, কিন্তু এখন তারা আমার উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে ছবির জন্য, তাদের মান সম্মান এর ব্যাপারে,, কিন্তু আমার কথা কিছুতেই শুনতে চাচ্ছে না,, কয়েকদিন ধরে অনেক বেশি অকথ্য গালিগালাজ করছে এমনকি মারধর ও করতে পারে,, পরিবারের সবাই এমন ব্যবহার করলে এভাবে থাকা তো আর সম্ভব হচ্ছে না,,এই অবস্থায় আমার করনীয় কি? ছবি দিলে তো পর্দা হবে না, উনারা বলতেছে ছবি শুধু ঘটক দেখবে আর পাএকে দেখাবে,তাও যেন ছবি দেই,,আমার উপর অনেক চাপ দিতেছে,,এই অবস্থায় কি ছবি দেয়া জায়েয হবে? আমি কোনোভাবেই চাচ্ছি না ছবি দিতে,,
অনুগ্ৰহ করে আমাকে জানালে উপকৃত হয় ইনশাআল্লাহ, এবং আমার জন্য দোয়া করবেন উস্তাদ,,