আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
আমার ২ টি প্রশ্ন আছে।
১৷ আংগুল দিয়ে দাত মাজলে মেসওয়াকের সুন্নাত কি আদায় হয়?
২। আমার একটা প্রবলেমের জন্য আমি হাচি দিলে সাথে প্রস্রাবের কিছু ফোটা বের হয় বেশিরভাগ সময়। এমনকি জোরে কাশলে বা হাসলেও। আমি নামাজ পরার আগে নিজেকে পরিষ্কার করে নেই। কিন্তু নামাজের সময় ছাড়া অন্য সময় এভাবে প্রস্রাব বের হলে আমি সাথে সাথে নিজেকে পরিষ্কার করি না। পরে করি৷ এতে কি আমার গুনাহ হবে? যেহেতু বারবার পরিষ্কার করা কষ্ট হয়ে যায়, তাই আমি অপেক্ষা করি গোসল করার সময় একবারে পরিষ্কার করার জন্য।
৩. ছেলেদের বোগলের লোম কি ৪০ দিন এর মধ্যে তুলে ফেলতে হয়? বা ফেলে দিতে হয়? নাকি সেটা শুধু মেয়েদের জন্য৷