১.আমি ৫:১৬ তে ফজরের নামাযে দাড়িয়েছি কিন্তু আমার সাদাস্রাবের কারনে প্রথম বার নামাজ নামায আদায়ের পরে সাদাস্রাব দেখতে পাই সময় কম থাকার কারনে পরিষ্কার হয়ে অযু করে শুধুমাত্র ফরজ আদায় করি। কিন্তু নামাজ আদায়ের পরে আবারও খুবই সামান্য পানির মতো দেখতে পাই সেটা পরিষ্কার হওয়ার জন্য যে পানি ব্যাবহার করেছিলাম সেটা নাকি সাদাস্রাব তা বুঝতে পারি না। পরবর্তীতে অজু করে এসে নামাজ আদায়ের মতো সময় না থাকার কারনে আর পরিনি।আমার কি নিষিদ্ধ সময়ে ওই নামাজ পড়া উচিৎ ছিল? আর এই নামাজের কাজা আদায় করতে হবে কি? আর সুন্নতের ক্ষেত্রে কি করনীয়?