আল্লাহ অমুক জিনিসটা দিন যদি কল্যানকর হয় তাহলেই দিন। অথবা ঐ জিনিসটা কল্যান এবং খাইয়েরের সাথে মিলিয়ে দিন। প্রতি দুয়ার ক্ষেত্রেই এভাবে চাওয়া কি সুন্নাহ সম্মত? নাকি আমার যা লাগবে তা টু-দ্যা পয়েন্ট চেয়ে ফেলবো, এবং আল্লাহর কাছে এটাই আশা রাখবো যে যেটা কল্যাণের আল্লাহ সেটাই দিবেন। কুরআনের দুয়াগুলো তো আমরা এমনই দেখি যে নবী-রাসুলগণ যেটা প্রয়োজন সেটাই এক বাক্যে আল্লাহর কাছে চেয়েছেন।
দুয়ার ক্ষেত্রে এই সংক্রান্ত আদব অথবা পদ্ধতি জানতে চাচ্ছি।