আসসালামু আলাইকুম, অনেক বছর যাবৎ এই যন্ত্রণা সহ্য করে আসছি আর পারছি না, আমার মায়ের বয়স ৪২ হবে ৭ বছর আগে আমার বাবা মারা যায়, আম্মুর একমাত্র বোনের জামাই তখন থেকে অনেক সাহায্য করছেন টাকা পয়সা দিয়ে না অন্যান্য কাজে। কিন্তু উনি আমার মায়ের দিয়ে খারাপ নজরে দেখে একদিন একটা চিঠি পেয়েছি এমন প্রেমের প্রস্তাব টাইপের যার কথা কেউ জানে না শুধু আমি আর আমার ভাই জানি। এরপর আমি মেয়ে হয়েও ওনাকে বলসি আমাদের বাসায় আর পা দিতে না কল করতে না, এভাবে অনেক মাস চলে প্রায় বছর খানিক এরপর আন্টি আমাদের সাথে আর যোগাযোগ রাখে না এড়িয়ে চলে, আমি জানি না আমার আন্টিও কি চায় তার জামাই তার বোনের সাথে সম্পর্ক রাখুক? আমার মাথা পুরোপুরি খালি হয়ে গেছিলো মনে হয়েছিলো আমিই দোষি। এরপর ১ বছর এর মাথায় সব ঠিক হয়ে যায় সম্পর্ক, এখন আবার দেখতেছি সারাক্ষণ ফোনে কথা বলে ১ টা দিনে অন্তত ৫ বার কল দেয়, যেখানে আব্বু আম্মুকে এমন কল দিত। যাইহোক আমি অনেক চিল্লাচিল্লি করি বাসায় এসব নিয়ে তাও কিছু হয় না আম্মুকে বলসি কাউকে বিয়ে করেন তাও এসব করবেন না, কিন্তু প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে উনার এই কাজ ভুল উনি স্বীকারই করে না। বলি রাখি আমার বড় ভাই থাকা সত্ত্বেও সে এসবে শুধু হাসে মনে হয় যে নরমাল ব্যাপার, এমন হয়েছে যে আমার সামনে ফোনে কল আসলে আমি কেটে দেওয়ার পর আমার ভাইয়ের ফোনে কল করেছ,আর আংকেল আন্টিকে এমন ভাবে ম্যানুপুলেট করেছে যে যদি নিষেধ করে আপত্তি দেখাই এসব বিষয়ে তাহলে সম্পর্ক থাকবে না, ব্যাপারটা এমন হয়ে গেছে যে কাউকে বাসায় ভাড়া দিবে কল করে জিজ্ঞেস করতেছে দিবে নাকি এমন কাউকে বাড়া, আমি এসব নিয়ে প্রচুর মানসিক অশান্তিতে আছি, কি করা উচিৎ আমাকে দয়া করে জানাবেন, জাযাকাল্লাহ।