আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু
বিষয়টা একটু দৃষ্টিকটু হতে পারে,তাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোদ রইলো
১. আমি অনুবাদক/দোভাষী হিসেবে কাজ করি আমার কাছে বিভিন্ন ধরণের কল আসে আর মধ্যে রাজনৈতিক আশ্রয়ের কলও আসে যেখানে আমি বুজতে পারি তারা মিথ্যা বলছে কিন্তু আমার পেশার কারণে কিছু বলতে পারি না অর্থাৎ আমি তারা যা বলে তাই শুধু অনুবাদ করি
২.আবার গর্ভপাতের কলও আসে যা শুধু অনুবাদ করতে হয়
আমার প্রশ্ন এই কল গুলো অনুবাদ করার কারণে কি আমার গুন্নাহ হচ্ছে আর আমার বেতনও কি হারাম হবে?