আসসালামু আলাইকুম ওস্তায।
বিতিরের সালাতে আমি ৩ য় রাকাতে যদি উল্টো নিয়ত না বেধে, শুধু ফাতেহার সাথে সুরা মিলিয়ে পড়ে ফেলি এবং উল্টো নিয়ত না বেধে,দোয়া কুনুত না পড়ে রাকাত শেষ করে ফেলি এবং সাহু সিজদা দি তাহলে কি সালাত হবে?
উল্টো নিয়তকে রাফে ইয়াদাইন বলে?আর সেটা করা কি ওয়াজিব নাকি ফরজ?