আমার বোনের বিবাহ হয় রিলেশন করে । শুধু মাএ কাজি নামা বিয়ে হয় । তারপর ছেলের পরিবার মেনে নেয় না মেয়েকে । ছেলেকে আবার অন্য জায়গায় বিয়ে দেয় পর পর দুইটি বিয়ে
১/ এমনতো অবস্থায় আমি আমার বোনের স্বামীকে বলি তালাক দিতে সে মুখে মুখে তিনবার বলে আমি আমার স্ত্রী বিনা কে তালাক দিলাম । মুখে বলাতে কি তালাক সম্পন্ন হয়েছে ??
২/ মনে করেন আপনি মেয়ের ভাই আপনি আপনার বোনের স্বামীকে খাতায় লিখে দেখিয়়েে দিলেন যে এই ভাবে লিখে তালাক দেও যে ( আমি আমার স্ত্রী বিনা কে এক তালাক দিলাম । দুই তালাক দিলাম। তিন তালাক দিলাম । এরপর আপনার বোনের স্বামী নিচের দেওয়া লিংকের ইমেজের মতো খাতায়় লিখে দিল ।
https://prnt.sc/EQDnFBg8UuVU
এমতো অবস্থায় কি তালাক সম্পন্ন হয়েছে?
অনুগ্রহ করে দুইটি প্রশ্নের উওর দিবেন