আমার এক বন্ধুকে বলা হলো যে, বন্ধু তুই জামায়াত-শিবিরকে বিভিন্ন ভালো কাজের জন্যে সমর্থন জানাছ এবং মন্দের ভালো মনে করে ভোট দেওয়ার পক্ষে- ওকে ঠিক আছে! কিন্তু যখন তুই দেখবি তারা ইসলামের সাথে সাংঘর্ষিক ঈমান হারার মত কাজ করে, যেমন পূজাতে গিয়ে শুভেচ্ছা জানানো অথবা লিখিত আকারে তার আনন্দ ভাগ করে দিবে অথবা আলহামদুলিল্লাহ বলে পূজার সমস্ত কাজ সুন্দরভাবে শেষ করেছি বলবে তখন কি তা গর্হিত কাজ ও ঈমান বিধ্বংসী হয় না?
প্রতি উত্তরে বন্ধু আমাকে যে জবাব দিলো আমি অন্ধ, ব্রেন ওয়াশড, হিন্দুর রক্ষা করা আমাদের দায়িত্ব, তুই পাগল, হিন্দুদের দেশ থেকে বের করে দে-ইয়ত্তকার কথা বলে তিরস্কার করলো! আমার প্রশ্নটা ছিলো আলহামদুলিল্লাহ বলে উৎযাপন করেছি এই কথা বলার কিংবা মন্দিরে গিয়ে শুভেচ্ছা উৎযাপন করার বিষয়ে তোর মন্তব্য কী? এর পরিপ্রেক্ষিতে তার জবাব ছিলো এমন।
এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সে কি সঠিকভাবেই চিন্তা করছে নাকি ভুলভাবে বুঝে জামায়াতের এই উৎযাপনকে সমর্থন করছে? তার কি ইলম চর্চা করা জরুরি নয়?