اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
অনেক সময় স্যার অনেক পড়া দেন(মানে লিখা দেন,যা লিখা অসম্ভব হয়ে যায়,যদি সব লিখতে যাই তাহলে একটা দারসের পড়া লিখতে গেলেই সময় শেষ, অন্য কিতাব আর পড়া যায় নাহ)...এক্ষেত্রে স্যার কে বললে শুনেন নাহ,,,যে একটু কম লিখা দেওয়ার জন্য
অনেকবার বলার পরেও বলেন যে লিখতে হবে সব,এমনকি মজা করে বলেন আপনারা কি বলছেন তা আমি বুজতে পারছি নাহ.... পরে সালাম দিয়ে চলে যান..:)
এখন আমি যদি তখন সব বাড়ির কাজ না লিখি তাহলে কি আমানতের খিয়ানত হবে???
কেউই লিখে নাহ সব লিখা, একজন ছাড়া তাও ওই মেয়েটাও মাঝে মাঝে লিখে,যখন কম থাকে...