আসসালামু আলাইকুম শায়েখ।
একজন ব্যাক্তি এক গ্রামের মসজিদের খতিব সাহেব এবং হাফেজ।উনাকে নাকি অনেকদিন ধরে জ্বীন জ্বালাতন করতো আশ্রয় নেওয়ার জন্য।পরবর্তীতে উনি জ্বীনদের আশ্রয় দেয়।এরপর থেকে উনি মানুষের ট্রিটমেন্ট করেন।ব্যাপারটা এমন যে-নাম শুনেন,তারপর চোখ বন্ধ করে জ্বীনদের জিজ্ঞেস করেন যে অমুকের কি সমস্যা,তারপর সমস্যাগুলো বলেন।উনি কোনো তাবিজ দেন না,শুধু পানি আর তেল পরা দেন।কোনো টাকা চান না।যা দেওয়া হয় তাই নেন।উনার বাসার অনেক জায়গায় আমি অন্যরকম লেখা দেখেছি,আমাকে বলা হয়েছে ঐগুলো কুরআনের নকশা।লেখাগুলোর সাথে বাংলায় ঠিক এভাবেই লেখা ছিলো"ইয়া রব,ইয়া রব,ইয়া রব লা ইলাহা ইল্লাল্লাহু মো:মো:লাইলাহা ইল্লা আন্তা ছব্বাহানাকা ইননি কুন্তুম মিলাজ্জলিমিন।অমর অকক্ষ অটল সিন্দু।মাসাল্লাহ আল্লাহামদুলিল্লাহি আলা কুল্লি হালিম।"আমার কাছে ব্যাপারগুলো শরিয়তসম্মত মনে হয়নি কিন্তু আমি এটা বলায় আমার আত্নীয়রা আমার প্রতি ক্ষিপ্ত হয়,কেননা উনি একজন হাফেজ,অবশ্যই উনি আমার চেয়ে বেশি জানেন।আর আত্নীয়দের মধ্যে একজন আলেমই আমার আম্মুকে ওখানে যাওয়ার জন্য সাজেস্ট করেন।উনিও অবশ্যই আমার চেয়ে বেশি জানেন।
শায়েখ,আমি যা যা দেখেছি তাই বর্ননা করেছি।বর্ননা অনুযায়ী-
১- এগুলা কি শরিয়তসম্মত?
২-আর যদি না হয় আমি বাসার মানুষকে কিভাবে বোঝাবো?
৩-কুরআনের নকশা বলে কি আদৌ কিছু হয়?