আসসালামু আলাইকুম। একজন মেয়ে যে নিকব হাত পা‌ মোজাসহ এককথায় পোশাকি ভাবে পরিপূর্ণ পর্দা কর। বাসায় থাকে। এমনিতে সে ফ্রি মিক্সিং করে না, পুরুষদের সাথে কথা বলে না, ঢং মশকরা ফ্যাশন এসব করে না। তবে তার একজন মাত্র ছেলে বন্ধু আছে। সেই ছেলে কখনো তাকে পর্দা ছাড়া চেহারা দেখেনি, একসাথে একাকি সময় ও কাটায়নি বা ফোন কলেও তারা তেমন একটা কথা বলে না। অর্থাৎ সৌন্দর্য প্রকাশ করেনি মেয়েটা, কন্ঠ ও ছেলেটা শুনেনা, তারা ঘোরাঘুরি বা স্পর্শ বা একাকি সময় কাটানো এসব কিছুই করে না। তবে তাদের অনলাইনে অনেক পরিমানে চ্যাটিং হয়। সেখানে অশ্লীল, রং ঢং, সুড়সুড়িমুলক বা মশকরা বা অন্যকোনো বাজে কথা হয়না‌। তাদের কেও কারো প্রতি রোমান্টিক ফিলিং ও রাখে না, শুধুই ফ্রেন্ডস। অর্থাৎ এমনি মেয়েরা মেয়ে বন্ধুদের সাথে বা ছেলেরা ছেলেদের সাথে নরমালি যেমন গল্প করে, কথা বলে, তারাও সেভাবে স্বাভাবিকভাবে কথা বলে, নিজেদের কথা শেয়ার করে, হাসি ঠাট্টা করে। এবং ছেলেটা মেয়েটাকে সম্মান ও করে, প্রেম বা অশ্লীল কোনো আশা রাখে না এটা জেনে যে মেয়েটা পর্দানশীল। শরীয়াহ মোতাবেক এর হুকুম কী, আর ছেলে মেয়ের প্ল্যাটোনিক ফ্রেন্ডশিপ আর প্রয়োজন ছাড়া কথাবার্তা যদি নাজায়েজ হয়, তবে এর শরীয়াহতে এর শাস্তি এবং দ্বীন দুনিয়ায় এর কুফল প্রভাব সম্পর্কে বিস্তারিত জানাবেন দয়া করে।