ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কোনো বিষয়ে কল্যাণ কামনা করে ইসতেখারা করা হয়ে থাকে। ভবিষ্যত এমন কোনো বিষয় ঘটবে কি না? এ নিয়ে ইসতেখারা করা যাবে না। হ্যা, কোনো বিষয়ে ইস্তেখারা করার পর ভালোর দিকে মন টানলে সেটা গ্রহণ করাই উচিত।
(২) কোনো হুজুর যদি ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত কোনো সম সংবাদ দেয় এবং বলে ইন শা আল্লাহ এমন টা হবে, হতে পারে, এমন সংবাদ গ্রহণ থেকে বিরত থাকা থাকতে হবে। হ্যা কেউ যদি অভিজ্ঞতার আলোকে কিছু বলে, তাহলে এই কথাকে সাময়িক বিশ্বাস করা যেতে পারে।
৩) কোনো পাত্র/ পাত্রী যদি মেসেজে, কলে কোনো গায়রে মাহরামের সাথে বিবাহের উদ্দেশ্যে কথা বলে, যদি বৈবাহিক জীবনের দিক বেদিক সম্পর্কে আলোচনা হয়, তাহলে এর রুখসত থাকবে। তবে বিনা প্রয়োজনে কথা বলা যাবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/2898
(৪) কোনো পাত্র/পাত্রী যদি নিজের বিয়ের জন্য পাত্র/ পাত্রী এর খোঁজ খবর নেয়, প্রাথমিক আলাপ করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই।