আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমার সবসময় হায়েজের তারিখের কিছুদিন আগেই হায়েজ হয়ে যায়।এবারও ২দিন আগে হালকা ঘোলাটে স্রাব(হায়েজের আগে যেরকম হয়) দেখে আমি হায়েজ ভেবে নামাজ পরিনি।কিন্তু ২দিন ধরে একই রকম স্রাব যাচ্ছে শুধু, রক্ত যাচ্ছে না।মাঝে মাঝে হায়েজ ছাড়া যেমন স্রাব যায় তেমনই স্রাব যাচ্ছে।আমার এরকম কখনোই হয়নি।তারিখের কয়েকদিন আগে পরে হওয়া ছাড়া হায়েজ নিয়ে আমার কোনো অসুস্থতা নেই আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু এবার কেন এমন হচ্ছে জানি না।(আমার হায়েজের তারিখ আর কিছুদিন পর,কিন্তু যেহেতু সবসময় আগে হয়ে যাই তাই এটাকে হায়েজই ভেবেছিলাম)
এখন আমি কি নামাজ পড়বো,নাকি এটাকে হায়েজই ধরে নিব?