আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ,, উস্তাদ আমার গত প্রশ্নে স্বপ্নের উওর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ,জাযাকাল্লাহু খইর ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ,,
আমি আসলে এই বিষয়টি বলতে ভুলে গিয়েছিলাম যে,আমার দাদী মারা যাওয়ার পর থেকে আমার আত্মীয় স্বজনদের মধ্যে বেশিরভাগই অসুস্থ থাকেন, আমার মায়ের কোনো খাবার খেলে গলায় আটকে থাকে এমন মনে হয়,সব সময় অস্থির লাগে, মনে হয় মারা যাবেন উনি, এবং আমার বড় ফুপুর একটা চোখ নষ্ট হয়ে যায় এবং আরেকটা চোখ অপারেশন করা হয়,,
এখন বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে রুকইয়া জনিত সমস্যা আগে থেকেই ছিল,এখন আলহামদুলিল্লাহ তেমন নেই,
আমাদের বাড়িতে দুইটা কাক দেখি একটার গলায় প্যাঁচানো মাছ ধরার জাল দিয়ে গিট দেয়া, এবং আরেকটার এক চোখ নেই,,
আমি জানি না কেউ আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করছে কি না, কিন্তু আমার মাঝে মধ্যেই মনে হয় আমার মা এবং ফুপুর অসুস্থতার সাথে এসবের কোনো মিল থাকতে পারে,,এমন ভাবা কি গুনাহের কাজ হবে? অথবা কোনো মিল থাকতে পারে?
অনুগ্ৰহ করে জানালে উপকৃত হতাম ইনশাআল্লাহ,,
জাযাকাল্লাহু খইর ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ