আসসালামু আলাইকুম। উস্তায একটা বিষয় জানার ছিলো। দ্বীনের পথে ফেরার পর যারা মোটামোটি প্র‍্যাক্টিসের উপর থাকে, হকভাবে ইলম শিখে সেটাকে আমলে পরিণত করার চেষ্টায় থাকে তাদের অনেকেরই নিয়্যাত থাকে কুরআন হিফজ করার। আমারও ছিলো। কিন্তু আমি তখন ভালো করে কুরআন টা পড়তে জানতাম না, তাজবীদ টা ভালো ছিলোনা। তারপর আমি IOM এর আলিম ব্যাচে ভর্তি হই এবং তাজবীদ শেখাটা শুরু করি। আলহামদুলিল্লাহ এখন ৪র্থ সেমিস্টারে। আমি মোটামোটি পড়তে পারি। অনেকেই বলেছেন আমার লাহানে জালি তেমন নেই বললেই চলে। কিন্তু সমস্যা হলো মোটা হারফ, বিভিন্ন সিফাত এপ্লাই এ। সেভাবে পুরো কুরআন টা এখনো নাজেরা করা হয়নি। তা আমার একটা ফ্রেন্ড এর থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি হিফজে ভর্তি হলাম। বললো যে পড়া শোনানোর সময় কারেকশন পেতে পেতে হিফজও হবে পড়াটাও সুন্দর হবে। উস্তায অনলাইনে চারপাশে এতো শত কোর্স তাজবীদের ! আমাকে পাগল করে দিচ্ছে। যেখানে যেখানে পড়া শোনাচ্ছি খালি বলে আপু এই সিফাত ঠিক করেন, ঐ সিফাত ঠিক করেন, এই এক আইনের হারফ এর কারেকশন পেতে পেতে আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি মাখরাজ পয়েন্ট থেকেই উচ্চারণ করার। আচ্ছা এই হলো একটা বিষয়। এখন দুইটা কোর্সে আমি হিফজের ক্লাস করে দেখছিলাম কোনটায় কেমন, তো একটা কোর্সে এতো হারে সিফাতের কারেকশন দিচ্ছে ! আরেকটা কোর্সে উস্তাযা বলছেন হিফজের জন্য সিফাত জরুরি না, তবে হিফজের পাশাপাশি সিফাত সুন্দর করা যায়। তো আমি উনার কাছে অন্য কিছু স্টুডেন্ট এর পড়া দেয়া শোনলাম, সেই স্টুডেন্ট যে কি বলছেন আমি কিছু বুঝতেছিলাম না তিলওয়াত। কিন্তু উস্তাযা দেখি কারেকশন দিচ্ছিলেন মাঝে মাঝে। আমি ভাবলাম কীভাবে বুঝতেছেন ! আচ্ছা যাইহোক, উস্তায আমি চেয়েছিলাম নাজেরা করেই হিফজের দিকে যেতে, কিন্তু আমি মাঝখান দিয়েই কীভাবে যেনো হিফজের জন্য পড়া শুরু করে দিলাম নিয়ত করে। ৩০ পারা দিয়ে শুরু করেছি। এখন ছাড়তে ইচ্ছে করছেনা। আবার কনফিউশনে ভুগছি আমার তিলওয়াতের সমস্যা নিয়ে কি হিফজ করা পসিবল? মানে আমি পড়তে পারি। বাট মোটা হারফ গুলো যতই প্র‍্যাক্টিস করছি হচ্ছেনা। সিফাত হচ্ছেনা । এতো কারেকশনের পাল্লায় পাগল পাগল লাগতেছে। আবার কোথাও কোথাও গিয়ে দেখছি তারা বলছে সিফাতটা মেন্ডেটরি না আস্তে আস্তে ঠিক হবে। কেউ কেউ বলছে সিফাত কবে পুরো প্রপার হবে আর কবে হিফজ শুরু করবা ! এখনই করো।
উস্তায একটু কিছু বলেন তো এসব বিষয়ে। আমার প্রচুর এংজাইটি কাজ করতেছে কয়েকদিন ধরে বিষয়টা নিয়ে। শুধু কান্না আসতেছে আর কান্না আসতেছে। আমি তো শুরু করে ফেললাম নিয়্যাত করে। এখন ছাড়তেও ইচ্ছে করছেনা।
সাহাবীরা কীভাবে মুখোস্ত করতেন? সিফাত সহ?