আসসালামু আলাইকুম
দয়া করে কষ্ট করে ধৈর্য নিয়ে নিচের লেখাগুলো পড়বেন।
আমি একটি ব্যাচেলর বাসায় থাকি। বেশ কিছুদিন ধরে তিন বছর আগের একটি ঘটনা নিয়ে বেশ চিন্তিত আছি। তিন বছর আগে অর্থাৎ ২০২২ সালে এক বৃষ্টির দিনে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর আমার বাসার কিছু বড় ভাই আমার ফুটবল নিয়ে খেলতে বের হন কিন্তু আমি সেদিন বাসাতে ছিলাম না । বাসায় এসে শুনি যে খেলার মধ্যে এক সময় একটা কুকুর যে কুকুরটা আমাদের বাসার নিচেই থাকে সেই কুকুরটা খুব সম্ভবত (যদিও আমি নিশ্চিত না কারণ আমি ছিলাম না) বলটি ধরতে যাই বা বলের সংস্পর্শে আসে। বর্তমানে এখন এসে বারবার আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে ওই ফুটবলটির মাধ্যমে আমার বাসার প্রায় সব জিনিস নাপাক হয়ে গিয়েছে। আমার যতদূর মনে পড়ে খেলে আসার পর এক বড় ভাই অন্য আরেক বড় ভাইকে বলেছিল বলটি ধোয়ার জন্য কিন্তু উনি বলটি পরিষ্কার করেছিল কিনা আমি নিশ্চিত না (তবে আমি যখন বলটি দেখি আমার মনে হয়েছে বলটি পরিষ্কার করা হয়নি) এবং উনি বর্তমানে আমাদের সাথে থাকেন না এবং এত আগের কথা তার মনে থাকারও কথা না। এজন্য আমি অন্য একজন বড় ভাই যিনি ওইদিন খেলেছিলেন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করি কিন্তু উনি বলটি কুকুরের সংস্পর্শে এসেছে এই ব্যাপারে নিশ্চিত হলেও কামড়েছে কিনা এই ব্যাপারে নিশ্চিত না বা এত বড় বল কামড়াতে পারার কথাও না।
ওই বল দিয়ে আমি নিজেই একা আমার ব্যক্তিগত রুমের মধ্যে খেলেছিলাম। তবে আমি বলটি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিয়েছিলাম তবে সেটি খেলার আগে ধুয়েছিলাম নাকি পরে সেটা নিশ্চিত হতে পারছি না। তবে বেশি মনে হচ্ছে যে আমি খেলার আগেই বলটি ধুয়ে নিয়েছিলাম।
তবে আরেকটি বিষয়, যতদূর মনে পড়ে বলটি পরিষ্কারের আগে আমার ব্যক্তিগত রুমের বাইরে বাসার ড্রয়িং রুমে অন্যান্য বড় ভাইদের সাথে খেলা হয়েছিল। কিন্তু খেলার পরে আমি আমার জামা কাপড় ও ঘরে পরা জুতা পরিষ্কার না করেই আমার বিছানাতে উঠেছিলাম কিনা মনে পড়ে না। আর যদি জামা কাপড় ও জুতা পরিষ্কার না করেই বিছানাতে উঠে পড়ি তবে আমার মনে হচ্ছে বিছানা থেকে বাসার সব জায়গাতে এমনকি মোবাইল ল্যাপটপ চার্জার মাল্টিপ্লাগ সহ সব জায়গায় নাপাক ছড়িয়ে গিয়েছে।
(যতদূর মনে পড়ে ওই সময় নাপাকি নিয়ে সচেতন থাকলেও কুকুরের নাপাকি নিয়ে তেমন কিছু জানতাম না বা মনে করতাম না যেমনটা এখন করি। ওই সময় এমন কিছু ঘটেছিল বা এমন কোন যুক্তি মাথায় এসেছিল যার কারণে ভেবেছিলাম এই ঘটনাতে কোন সমস্যা নেই, তবে এখন তা মনে নেই। )
আমার সমস্যা এতটাই তীব্র পর্যায়ে পৌঁছেছে যে আমি আমার কাপড়ের ওয়ারড্রব, এসি, খাট, খাটের তোশক সহ অনেককিছুই হয় ফেলে দিয়েছি না হয় বিক্রি করে দিয়েছি।
২০২৫ সালের শুরুর দিকে আমার বেশ কিছু জামাকাপড় আমি পরিষ্কার হতে তুলে ব্যাগের মধ্যে রাখি। কিন্তু ৫-৬ মাস পরে এখন এসে আমার মনে হচ্ছে উক্ত ঘটনার কারণে আমি যখন জামা কাপড় গুলো তুলে রেখেছিলাম তখন আমার হাত নাপাক ছিল। অথচ ৫-৬ মাস আগে যখন জামা কাপড় গুলো তুলে রেখেছিলাম তেমন কিছুই মনে হয়নি। এখন এসে মনের মধ্যে তীব্র সন্দেহ হচ্ছে।
মূলত সে সময় এসব বিষয় নিয়ে এত কিছু ভাবি নি। তিন বছর পর ২০২৫ সালে এসে আমার মনে হচ্ছে যে এই ঘটনার মাধ্যমে সবকিছুই হয়তো নাপাক হয়ে আছে বা আমি যে যে কাজ করেছি, যা যা স্পর্শ করেছি তার সাথে কোন না কোন ভাবে নাপাক এর সংশ্লিষ্টতা রয়েছে। আমি নাপাক নিয়ে সেই সময়ও সচেতন থাকতাম এবং এখনো সচেতন থাকি। তবে এই ঘটনাটা আমাকে অত্যন্ত মানসিকভাবে চিন্তিত করছে, সব সময় মনে হয় আমি যেন নাপাক বা অপবিত্রতার সাথেই জীবন যাপন করছি। ইবাদতে মনোযোগ দিতে পারছিনা, সালাত আদায় করতে গেলেই এসব বিষয় মনে পড়ে। পড়াশোনাতেও মনোযোগ দিতে খুব কষ্ট হচ্ছে। এতদিন পরে এসে এই বিষয়ে নিশ্চিত হওয়ারও কোন পথ পাচ্ছি না। এটা কি শয়তানের ওয়াসওয়াসা নাকি অন্য বিষয় আমি বুঝতে পারছি না। এখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি দয়া করে আমাকে জানাবেন।
আমার ব্যবহৃত জামা কাপড়, ইলেকট্রনিক্স জিনিস সহ যে জামা কাপড়গুলো আমি ব্যাগের মধ্যে উঠিয়ে রেখেছিলাম সবকিছু কি নাপাক হয়ে থাকবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_250926_142902_552.sdocx-->কি পরিমাণ পেরেশানিতে আছি বলে বোঝাতে পারবো না। দয়া করে কষ্ট করে ধৈর্য নিয়ে পড়বেন এবং আমাকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন।