ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি তিনদিন তিনরাত পর্যন্ত অপেক্ষা করুন। তিনদিন তিনরাতের পূর্বে যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা ইস্তেহাযা।নতুবা হায়েয।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7474
(২) ননমুসলিম মহিলা ডাক্তারের কাছে আল্ট্রাস্নোগ্রাফি করা যাবে যদি মুসলিম মহিলা ডাক্তার খুজে পাওয়া না যায়।
(৩) ব্যাচম্যটরা স্যারদের জন্য গিফট কিনতে অন্তত টাকা দিতে বললে না দেয়াই উত্তম। তবে দিলে এবং এদ্বারা কোনো গোনাহের কাজ হরে গোনাহ হবে।
(৪) নামাজে সুরা ফাতিহা পর অন্য সুরার ৩ আয়াতের বেশি পড়ার পর কোনো আয়াতের অর্ধেক পড়ার পর আর মনে না পড়লে বা উচ্চারণে খটকা লাগলে যদি এর পর আর না পরে রুকুতে চলে যাওয়া হয, তাহলে নামায হয়ে যাবে।
(৫) নন মাহরাম বয়সে অনেক বড় যেমন আব্বার চাচাতো ভাই ফুফাতো ভাই হন তাদের সাথে ম্যাসেজে খোজখবর নেওয়া যাবে যদি ফিতনার আশঙ্কা না থাকে।
(৬) কারো পরিয়ড থেকে ভারো হওয়ার পর ১৫ দিন পার হওয়া আগেই ইস্তিহাযা শুরু হলে, তখন নামাজ জারি রাখতে হবে। গোসল ফরয নয়।
(৭) ঘুম থেকে উঠলে যদি এমন স্রাব দেখা হয় যা সাদারনত যৌন বিষয়ক কোনো কিছু পড়ার সময় বের হয়, তাহলে ফরজ গোসল করতে হবে।
(৮) জ্বী, এটা স্বপ্নদোষ।