اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
শায়েখ আমাকে একটু পরামর্শ দিলে মুনাসিব হয়..
আমার ১৫ বছর বয়সে আমি দ্বীনের বুঝ পাই আলহামদুলিল্লাহ,
আমার অবস্থা ধীরে ধীরে এতটাই চেঞ্জ হয়েছিল আমার সাথে অন্য কেউ মেলামেশা করলে তার অন্তরেও দ্বীন পালনের ইচ্ছে জাগত,অনেকে পরিবর্তনও হয়েছিল আলহামদুলিল্লাহ
অথচ আমি তখন দ্বীনের কিছুই সেভাবে জানতাম না কিন্তু আমার ভেতর আল্লাহকে পাওয়ার দৃঢ়৷ ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল মজবুত, দ্বীনের যে উওম বিষয়টা পেতাম তা সাথে সাথে ই আমল করতাম,,
আমি প্রত্যেকটি পদক্ষেপে যতটুকু জানতাম মেনে চলার চেষ্টা করতাম,
তখন আমার পরিবার থেকে অনেক কথা শুনতে হতো আমার দ্বীন পালনে পরিবার থেকেই অনেক বাধা আসত,কত জিনিস আমার জন্য সহজ ছিল না তাও আমার ভেতর যে ইখলাস ছিল তা অনেক দৃঢ় ছিল এখন তা বুঝি,
কোনো ভুল করতে গেছে অন্তরের অবস্হা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত,তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত এমন হতো
অথচ আজ অনেক বছর হয়ে গিয়েছে আমি দ্বীনের অনেক কিছু না পাওয়া জিনিস পেয়েছি আল্লাহর রহমতে
এখন আর কারো কটু কথা শুনতে হয় না, এখন মুটামুটি যতটুকু জানতে হয় সেগুলো জানি..
কিন্তু শায়েখ! আগের মতো আর হতে পারছি না!আমার অবস্হা এখন শোচনীয়! আমার জন্য দ্বীন পালন এখন কত সহজ পরিবেশের দিক থেকে অথচ আজ আর সেই স্বাদ অনুভব করি না,
দোয়াতে চাখে অশ্রু ঝড়ে না,আমল করি কিন্তু তাতে তৃপ্তি পাই না,এখন ইবাদতে কত অলসতা চলে আসে যার ফলে অনেক সুন্নাহ নফল থেকে দুরে সরে গিয়েছি!
কুরআন পড়ি, হিফজ করছি কিন্তু অনুভুতি হীন,
শায়েখ আমার এমন হাল হওয়ার কারন কি? আমি কিছুতেই এর সমাধান করতে পারছি না, কোনো কিছুতেই স্হায়ী হতে পারছি না, বার বার গাফেল হয়ে যাচ্ছি আল্লাহুম মাগফিরলি! আমি সকল হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি কিন্তু তাও এমন..
আমাকে সাহায্য করুন শায়েখ আমি কিভাবে ইখলাস ফিরে পাবো কিভাবে কঠোর অন্তরকে নরম করব!.?