আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
5 views
ago in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (34 points)
اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎


শায়েখ আমাকে একটু পরামর্শ দিলে মুনাসিব হয়..
আমার ১৫ বছর বয়সে আমি দ্বীনের বুঝ পাই আলহামদুলিল্লাহ,
আমার অবস্থা ধীরে ধীরে এতটাই চেঞ্জ হয়েছিল আমার সাথে অন্য কেউ মেলামেশা করলে তার অন্তরেও দ্বীন পালনের ইচ্ছে জাগত,অনেকে পরিবর্তনও হয়েছিল আলহামদুলিল্লাহ
অথচ আমি তখন দ্বীনের কিছুই সেভাবে জানতাম না কিন্তু আমার ভেতর আল্লাহকে পাওয়ার দৃঢ়৷ ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল মজবুত, দ্বীনের যে উওম বিষয়টা পেতাম তা সাথে সাথে ই আমল করতাম,,


আমি প্রত্যেকটি পদক্ষেপে যতটুকু জানতাম মেনে চলার চেষ্টা করতাম,


তখন আমার পরিবার থেকে অনেক কথা শুনতে হতো আমার দ্বীন পালনে পরিবার থেকেই অনেক বাধা আসত,কত জিনিস আমার জন্য সহজ ছিল না তাও আমার ভেতর যে ইখলাস ছিল তা অনেক দৃঢ় ছিল এখন তা বুঝি,

কোনো ভুল করতে গেছে অন্তরের অবস্হা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত,তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত এমন হতো


অথচ আজ অনেক বছর হয়ে গিয়েছে আমি দ্বীনের অনেক কিছু না পাওয়া জিনিস পেয়েছি আল্লাহর রহমতে


এখন আর কারো কটু কথা শুনতে হয় না, এখন মুটামুটি যতটুকু জানতে হয় সেগুলো জানি..


কিন্তু শায়েখ! আগের মতো আর হতে পারছি না!আমার অবস্হা এখন শোচনীয়! আমার জন্য দ্বীন পালন এখন কত সহজ পরিবেশের দিক থেকে অথচ আজ আর সেই স্বাদ অনুভব করি না,


দোয়াতে চাখে অশ্রু ঝড়ে না,আমল করি কিন্তু তাতে তৃপ্তি পাই না,এখন ইবাদতে কত অলসতা চলে আসে যার ফলে অনেক সুন্নাহ নফল থেকে দুরে সরে গিয়েছি!

কুরআন পড়ি, হিফজ করছি কিন্তু অনুভুতি হীন,


শায়েখ আমার এমন হাল হওয়ার কারন কি? আমি কিছুতেই এর সমাধান করতে পারছি না, কোনো কিছুতেই স্হায়ী হতে পারছি না, বার বার গাফেল হয়ে যাচ্ছি আল্লাহুম মাগফিরলি! আমি সকল হারাম থেকে বেচে থাকার চেষ্টা করি কিন্তু তাও এমন..


আমাকে সাহায্য করুন শায়েখ আমি কিভাবে ইখলাস ফিরে পাবো কিভাবে কঠোর অন্তরকে নরম করব!.?

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...