১) ক) মোনাজাতের সময় কোরআনে কারীমে বা হাদীসে বর্ণিত দোয়া দেখে পাঠ করা যাবে কিনা। এমন অনেক দোয়া আছে যেগুলো পারিনা, কিন্তু দোয়া করার দরকার সেগুলো দেখে পাঠ করলে কি গুনাহ হবে বা মোনাজাত এর বিধি ভঙ্গ হবে?
খ) খাটো মানুষ কি লম্বা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলে গুনাহ হবে?
গ) যখন মোনাজাতে একাকী দোয়া চাওয়া হয় দোয়ার ক্ষেত্রে কি ৩বার দোয়া করতে হবে? (আহকামে জিন্দেগি বইয়ে ২য় অধ্যায় এ চাওয়ার আদবে ৩বার দোয়ার কথা বলা হয়েছে)। মোনাজাতে যদি ১বার আল্লাহর কাছে চাই, তাহলে কি দোয়া কবুল হবেনা?
২) আযানের উত্তরে কি দরুদ পড়া জায়েজ? যখন মুয়াজ্জিন ওয়া আশহাদু আন্না মুহম্মাদান আব্দুহু ওয়া রাসুলুল্লাহ বলেন তখন উত্তরে ওয়া আশহাদু আন্না মুহম্মাদান আব্দুহু ওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে?
৩)) টয়লেট এটাচ বাথরুম গুলোতে কি ওযু বা গোসলের পূর্বে দোয়া পড়া যাবে ? আলাদা ওযু করার জায়গা নেই, একই জায়গায় গোসল এর স্পেস ও ওয়াশরুমের স্পেস যেসব বাথরুমে। কারো যদি ওয়াশরুমে গেলে ইসতেনজার সময় বারবার মনে আল্লাহর নাম বা আল্লাহর রাসূলের নাম, ইসলামের জিনিসগুলো মনে আসে। এ ক্ষেত্রে করণীয় কি?