আসসালামু আলাইকুম, আমি অনলাইনে হুপ আর্ট সেল করি।কিছুদিন আগে একটা হুপ আর্টের অর্ডার পাই,একহিন্দু আপুর থেকে।উনি হুপ আর্টে উনাদের বিয়ের ডেটটাই রাখতে বলেছিলেন তবে পরবর্তীতে আবার "যদিদং হৃদয়ং মম,তরস্ত হৃদয়ং তব" শ্লোক এড করতে বলেছিলেন। আমি এই বাক্য নিয়ে ঘাটাঘাটি করে পেয়েছিলাম এটা নাকি কেবলই সংস্কৃত শ্লোক তাই আমি এটা লিখেই করে দিব বলে অর্ডার কনফার্ম করি।এখন কাজ করতে গিয়ে আবার জানতে পারি এটা হিন্দু ধর্ম রিলেটেড বিষয়। এ অবস্থায় আমার কি গুনাহ হবে?এখন আমার করনীয় কি?
আমার থেকে হ্যান্ড মেইড চুড়ি/গয়না নিয়ে কেউ বেপর্দা অবস্থায় চলাচলে কি আমার গুনাহ হবে?