আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। একটা বিষয়ে ২-৩ বছর আগে ফতোয়া নেওয়া হয়েছিল মুফতি ওলি উল্লাহ হুজুরের কাছ থেকে।স্ত্রীকে স্বামী পাওয়ার দিলেও স্ত্রী যদি স্বামীর দিকে ইঙ্গিত করে ৩ টা শব্দ বলে (বুঝে নিয়েন) তাহলে হয় না।শুধু শব্দ ৩ টা আর মনে মনে স্বামীর দিকে ইঙ্গিত করে বললে কারণ মেয়েরা নিজেকে তালাক দিতে পারে এটা স্ত্রী জানত না তাই স্বামীর দিকে ইঙ্গিত করে বললে হয় না। এটা নিয়ে অনেকবার প্রশ্ন করে বুঝিয়ে উত্তর নেওয়া হয়েছিল।স্ত্রী নিজের নফসকে দেয় নি জীবনেও, এমন হলে হয় না এমন বলেছিল।এটা নিয়ে যদি আবার মারাত্মক ওয়াসওয়াসার সৃষ্টি হয় তাহলে কি কিছু হবে? ঘুমাতে গেলে সহ কাপে কাপে ভয়ে।তখন হয়ত ক্লিয়ারলি বুঝিয়ে ফতোয়া নেওয়া হয়ে থাকবে।এখন যদি এমন চিন্তা আসে সব কিছু বলা হয়েছিল কিনা।
২।আরো কিছু ফতোয়া তখন নেওয়া হয়েছিল। এতদিন ভালো ভাবে সবকিছু ঠিক ছিল।হঠাৎ প্রায় ২ মাস ধরে মারাত্মক চিন্তায়।
৩।চিন্তা বাদ দিয়ে যে ফতোয়া দেওয়া হয়েছিল সে অনুযায়ী চললে কি কোন সমস্যা হবে?