আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
উস্তাদ একজনের উপর হজ্জ করা ফরজ,,কিন্তু তার স্বামী শারীরিকভাবে অসুস্থ। কিন্তু তার স্বামীর ৪ বিঘা জমি আছে,যা মেয়ে স্ত্রীদের নামে লিখে দিয়েছেন ,,নগদ ক্যাশ নেই,,তার উপরও কি হজ্জ ফরজ হবে?
কিন্তু তিনি শারীরিক ভাবে অসুস্থ।
স্ত্রীর একাউন্টে ৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট করা ছিলো,,এখন যেহেতু তাঁর মাহরামের হজ্জ করার শারীরিক, আর্থিক সামর্থ্য নেই,,এবং স্ত্রীর বয়সও ৬০ বছরের কাছাকাছি,, তিনিও শারীরিক ভাবে অসুস্থ থাকেন,, আলহামদুলিল্লাহ উনারা উমরাহ করার নিয়ত করেছেন,হুইল চেয়ারে করে স্বামী উমরাহ কার্যক্রম করবেন ইন শা আল্লাহ।
এখন তিনি চাচ্ছেন তার একাউন্টের ফিক্সড ডিপোজিট করা টাকা দিয়ে বদলী হজ করাবেন।
এখানে উল্লেখ্য যে,, মাসে মাসে যে সুদ আসতো তা উঠিয়ে সংসারের কাজে খরচ করা হয়েছে।
এখন শুধু তিনি ৫ বছরের করা ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের টাকা টাই উঠাতে পারবেন।
এখন প্রশ্ন হলো,,
ঔ টাকা নিয়ে কেউ বদলী হজ্জ করতে পারবে?
যদি না করতে পারে তাহলে ঔ টাকা টা কি করতে হবে?
২. উমরাহ ও কি কারও বদলে করা যায়? যে টাকা দিবে সে কি সাওয়াব পাবে? যে করবে সে কি সাওয়াব পাবে?
জাযাকিল্লাহু খইরন।