السلام عليكم ورحمة الله وبركاته শায়েখ।
সুরা আল- ইমরানের ১৪৪ নং আয়াত পড়ে আমল করা যাবে অনিয়মিত হায়েজ ঠিক করার জন্য?
একজন হুজুর বলেছেন নিচের যেকোনো একটি আমল করলেই অনিয়মিত মাসিক ঠিক হবে,বন্ধ মাসিক চালু হবে ইন শা আল্লহ(আমার কথার এদিক সেদিক হতে পারে)
১।সকালে ফজর নামায শেষে একটা কাগজে এই আয়াতটা লিখে খালি পেটে গুলিয়ে পান করতে হবে।
২।সকালে ফজর নামায শেষে এই আয়াত ৭বার পাঠ করে ১গ্লাস পানিতে দম ফেলে তা পান করতে হবে।
৩।এই আয়াতটি একটা কাগজে লিখে তা বাহুতে বেধে রাখতে হবে।
মাসিক হওয়ার ৭দিন আগে থেকে আমলটি করার কথা বলেছেন।
আমার প্রশ্ন হচ্ছে,এইভাবে কি আমল করা যাবে?
যাঝাকুমুল্লুহ খইরন